1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি গোলাম পরওয়ারের

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ আমলের অন্যতম ফেসাকার ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আর চব্বিশের জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ।
যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে তা মুসলিম উম্মতের মধ্যে ঐক্য গঠন করেছে বলেও মনে করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, ‘শাপলা চত্বরের নীল নকশাকারীদের যে বিচার কার্য চলছে তা জাতির সামনে বাস্তবায়ন করলে মুসলিমদের জন্য নিদর্শন হয়ে থাকবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমনভাবে শহীদদের পুড়িয়ে গুম করা হয়েছে যে, শাপলা চত্বরে শহীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ২০১৩ সালের শাপলা চত্বরে তার ভীত তৈরি হয়েছিল।
আজ ৭৭টি পরিবারকে ৭ লাখ ৭৪ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট