ডেস্ক রিপোর্ট : ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি এলপিজিবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী।
তবে, এ হামলার সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি জড়িত নয় বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে হুথি এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও খবর আল জাজিরার।
ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে শনিবারের (১৮ অক্টবর) ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায়। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, ক্রুরা জাহাজটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
২০২৩ সাল থেকে গাজায় গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরায়েল ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে।
তবে, ১০ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী কোনও হামলার দাবি করেনি।
যদিও সশস্ত্র গোষ্ঠীটি শনিবারের হামলার দায় স্বীকার করেনি, সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়।
ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে।
তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।
সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি এলপিজিবাহী ট্যাংকার, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল।
ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায়।
রেডিও বার্তায় জানা যায়, নাবিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।