
যশোর অফিস : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দর কার্যক্রম স্বাভাবিক থাকবে। একইসাথে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের পারাপারও চলবে স্বাভাবিকভাবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এক পত্রের মাধ্যমে জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে মঙ্গলবার পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে বাংলাদেশের বেনাপোল বন্দর ও কাস্টমসের কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান,ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, মঙ্গলবার ভারতে দীপাবলির ছুটি থাকায় কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে, খালি ট্রাক ফেরত পাঠানো যাবে এবং পাসপোর্টযাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।
Like this:
Like Loading...
Related