ডেস্ক রিপোর্ট : সম্প্রতি সুন্দরবনের কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডল গোঁসাইয়ের পাশে দাড়িয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান।
গত সোমবার (২০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর দাকোপ উপজেলার ৯ নং বানিশান্তা ইউনিয়নের যুবদল নেতা সুব্রত মন্ডল গোঁসাইকে সুন্দরবনে কুমিরের আক্রমণে মৃত্যুবরণ করেন তার পরিবারকে অর্থ প্রদান ও গর্ভবতী স্ত্রীর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সার্বিক চিকিৎসার খরচের দায়িত্ব নেন দাকোপ বটিয়াঘাটার বিএনপির সাংগঠনিক টিম প্রধান খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার সাবেক আহ্বায়ক, শাকিল আহমেদ দিলু, চালনা পৌরসভার সাবেক সদস্য সচিব, আল আমিন সানা, চালনা পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, এস এম ফয়সাল হোসেন, দাকোপ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম শামীম হোসেন ,সদস্য সচিব শাহাবুদ্দিন গাজীসহ আরো উপস্থিত ছিল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।