ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এর মধ্যে গুরুত আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার খুদিয়াখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে বজলুর রহমান ও শাহাজান আলী। এছাড়া বজলুর রহমানের ছেলে রকিবুল ইসলাম, তরিকুল ইসলাম এবং রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন।
আহত বজলুর রহমান জানান, সকালে চাষাবোদের জন্য গ্রামের দোপের মাঠে যান তিনি। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার জমিতে চাচাতো ভাই আইজাল হোসেনসহ বেশ কয়েক জন জোরপূর্বক জমি দখলে করে ভুট্টা রোপণ করছেন। বজলুর রহমান বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।
খবর পেয়ে বজলুর রহমানের ভাই ও ছেলেরা সেখানে ছুটে যান। এসময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, আহত পাঁচজনের শরীরেই ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। এদের মধ্যে রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।