নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মারুফত হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন। তারপরও থেমে নেই প্রতিপক্ষ সন্ত্রাসীরা। প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলা ও মামলার ভয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। প্রায়ই তার বাড়িতে হানা দিচ্ছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাকে হাতের নাগালে পেলে মারাতœক জখম ও খুন করতে পারে। একই ধরনের আচরন করা হতে পারে তার পরিবারের সাথে। এমনই আশংকায় আছেন তার পরিবার ও আতিœয় স্বজনরা। অনাকাংখিত সমস্যা এড়াতে ও সন্ত্রাসীদের ভয়ে মোঃ মারুফত হোসেন দীর্ঘ প্রায় ২ বছর এলাকার বাইরে ও প্রবাসে রয়েছেন।
সরজমিন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে গিয়ে এলাকবাসি ও তার পরিবারের সাথে আলাপকালে জানা যায়, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মোঃ মারুফত হোসেন ২০১১ সালে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করেন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন ও সমাজসেবামুলক কাজ করায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। সে হিসেবে তিনি এলাকার জনসমর্থন নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ নং ওয়ার্ড সদস্য পদে ২০১৭ সালে ও ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহন করে এলাকার লাঠিয়াল প্রভাবশালীদের কাছে পরাজিত হন। তাকে পরাজিত করার পর হতে প্রতিপক্ষরা তাকে এলাকা ছাড়া, এমনকি দেশ ছাড়া করতে তৎপর হয়ে উঠে। তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায় কোন দলের সমর্থন বা সহযোগিতা পাননি। বাধ্য হয়ে তিনি দেশ ত্যাগ করেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর পরিস্থিতি আরোও খারাপ হয়। ২০২৪ সালের ৫ আগষ্টের পর তার বাড়িতে আবারও হামলা করা হয়। তাকে বাড়িতে না পেয়ে হামলাকারিরা বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি করে। টিউবওয়েল’র পানির লাইন নষ্ট করে গরুর খামারের মেশিন নষ্ট করে। বাড়ির অত্যাবশ্যকীয় মালামাল নষ্ট করে। আইনের আশ্রয় নিয়েও কোন সুফল পাননি। পুলিশী বাঁধা উপেক্ষা করে সন্ত্রাসীরা নানা ধরনের ক্ষয় ক্ষতি করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর আবার ২০২৫ সালের ২৮ জানুয়ারি তার নড়াইল শহরের আলাদাতপুর এলাকার বাড়িঘর দখল করে নেয়। তার স্ত্রী সন্তানদের উপর অত্যাচার নির্যাতন চালায়। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোষনা দেয় তোরা মারুফতকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। তাকে খুন জখম করা হবে। তাকে ফিরিয়ে না আনা পর্যন্ত তোদের উপর অত্যাচার নির্যাতন চলতে থাকবে। এসব সন্ত্রাসী হামলা, হুমকি ও বাড়ি দখলের ঘটনার ভিডিও করে তার স্ত্রী পান্না খানম তার স্বামী মারুফত এর নিকট পাঠিয়েছেন। এসব ঘটনায় মোঃ মারুফত হোসেন এর বড় ভাই মোঃ মনিরুজ্জামান মন্নু নড়াইল সদর থানায় জিডি করেছেন। এহেন পরিস্থিতিতে মোঃ মারুফত হোসেন এর পরিবার চরম উদ্বিগ্ন ও দুশ্চিন্তার মধ্যে ঝুকিপূর্ণভাবে বসবাস করছে। ক্ষতিগ্রস্থ মারুফত এর পরিবার এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।