1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযানে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা  প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার চাঁদখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।

অভিযানকালে বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রাপ্তদের মধ্যে রয়েছেন— হোটেল ব্যবসায়ী ওমর ফারুক ৫ হাজার টাকা, মফিজুল সরদার ১ হাজার টাকা এবং মিষ্টি ব্যবসায়ী রাসেল ৭ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে ইউএনও মাহেরা নাজনীন বলেন,খাদ্যে ভেজাল মিশিয়ে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে জনগণের স্বাস্থ্য নিয়ে কারসাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল, পেশকার তুহিন বিশ্বাস, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের প্রবণতা কমে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট