1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

সিয়ামের সঙ্গে অভিনয় করবেন না সাবিলা নূর, ছাড়লেন সিনেমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গেল কোরবানি ঈদে অভিনেত্রী সাবিলা নূরের ‘বরবাদ’ সিনেমা বরবাদ করেছে সিনেমাপ্রেমীদের। এ সিনেমায় সাফল্যের পর বেশকিছু নতুন ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। গুঞ্জন উঠেছিল ‘বরবাদ’ ছবির পারিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ছবিতে দেখা যাবে সাবিলাকে। এবার জানা গেল ‘রাক্ষাস’ ছেড়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুটিং শুরু হবে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। একই সময়ে দুই সিনেমার শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর।
সাবিলা বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ ছবিটি নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে। আমাকে দুই নির্মাতাই স্বাধীনভাবে ভাবতে বলেছিলেন।”
তিনি যোগ করেন, ‘দুটি ছবিতে কাজ করার ব্যাপারে সহযোগিতা করবেন, তা–ও জানিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে, একই সময়ে দুটি কাজ করলে ঠিকঠাক মনোযোগ দেওয়া মুশকিল। তাই একটি চরিত্রে নিজেকে বেশি মনোযোগী রাখতে চাইছি।’
সাবিলা নূরকে ছাড়াও ‘বনলতা এক্সপ্রেস’সিনেমায় দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজকে। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মাত হবে ‘বনলতা এক্সপ্রেস’।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট