
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার রংপুর কালীতলা মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্র মিলনায়তনে রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ড. সন্দীপক মল্লিক প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘জ্যোতি আলোচনা চক্রের একা সভা অনুষ্ঠিত হয়। সোনামুখ’ পরিবারের প্রতিষ্ঠাতা ও কে এমপির সাবেক এডিসি গোয়েন্দা) এ এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জার্মান প্রবাসী প্রকৌশলী ড. বিভূতি রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর কলেজের সহকারী অধ্যাপক সমরেশ বাড়ই, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যাপক সুধীর বিশ্বাস, রংপুর কালীতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নিশিকান্ত সরকার, সমাজসেবী সুধীর বিশ্বাস, সমাজসেবী ও উন্নয়ন দিশারী মিজানুর রহমান লালু, প্রভাষক ভূপতি বিশ্বাস প্রমুখ। প্রধান আলোচক ইঞ্জিনিয়ার ড. বিভূতি রায় বলেন, মা, মাটির সেবা করা, সেই আত্মতত্ত্বধ্যানই জীবনের মূল।