
দাকোপ প্রতিনিধি : দাকোপে কালি পূজাকে কেন্দ্র করে স্থানীয় রাধেশ্যামের নেতৃত্ব পূজা কমিটির সভাপতি চিন্ময় রায়ের বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত হয়েছে। জাগো মা পূজা উদযাপর কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গতকাল রবিবার বিকাল ৫টায় চালনা পৌরসভার পুরাতন গুরুর হাট মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন জাগো মা পূজা উদযাপন কমিটির সদস্য রিপন বিশ্বাস, অনুপ বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, লিমন রায়, পলাশ মন্ডল, চিন্ময় বিশ্বাস, সীমান্ত রায়, পূর্নি মন্ডল, পাখি রায়, বিষপ রায় প্রমুখ। উল্লেখ্য গত শনিবার সন্ধায় এ হামলার ঘটনায় ৯ জনকে আসামী করে ডলি রায় বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় শিশু পুত্র অর্ণক রায় (১৫ মাস) গুরুতর আহত হয়। সে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসলাপালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।