1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

দেবহাটায় ব্যবসায়ীদের বিপণন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারী স্যানিটারি ন্যাপকিনের খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের বিপণন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার আয়োজনে এবং সহযোগী সংস্থা WHH & BMZ এর সহযোগিতায় অনুষ্ঠিত বিপণন সভায় প্রকল্পের উদ্দেশ্য, কৌশল ও অগ্রগতি উপস্থাপনা করেন প্রেরণার উইমেন লিড বিজনেস ডেভোলপমেন্ট অফিসার এরশাদুল হক এবং ট্রেনিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মৃত্যুঞ্জয় সাহা। ফিল্ড অফিসার মুন্না শর্মার সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, মানহা হাসপাতালে পরিচালক মনিরুজ্জামান মুন্না, কুলিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাফিউজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি প্রতিনিধি সাইফুল ইসলাম, শেখ অনিক, প্রেরণার কর্মকর্তা তপশ্রী গোস্বামী, রজনী খাতুন সহ গ্রাম্য ডাক্তার, মুদি দোকানদার এবং নারী উদ্যোক্তারা।
সভার মূল লক্ষ্য ছিল বাজারের চাহিদা সম্পর্কে গভীরভাবে অনুধাবন, অংশগ্রহণকারীদের মতামত সংগ্রহ এবং দীর্ঘমেয়াদী বিক্রয় ও অংশীদারিত্বের সম্ভাবনা অন্বেষণ। আলোচনার মাধ্যমে উদ্যোক্তা ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। যা নারী ভ্যালু চেইনকে আরও কার্যকর ও টেকসই করে তুলবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট