1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় তিনজনের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে আদালত দুইজনকে ১০ বছর ও অপর আরেকজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে অর্থদণ্ড অনাদায়ে পৃথক মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল হক বিশ্বাস ও শফিউল হক বিশ্বাসের সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণাও দিয়েছে আাদলত।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন ঐ আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস ও ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। তাদের দুইজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি নগরীর দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয় হয়। রায় ঘোষণাকালে এস এম ইমদাদুল হক আদালতে উপস্থিত থাকলেও অন্য দুই আসামি পলাতক রয়েছেন।
আদালতের সূত্র জানায়, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল ইসলাম এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস পরস্পরের যোগসাজস, অসৎ উদ্দেশ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সোনালী ব্যংক লিমিটেড থেকে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা মূল্যের পাট আত্মসাত করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্পর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ১১ নভেম্বর তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহ. মোশাররফ হোসেন চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এদের মধ্যে আাসমি সোহেল হোসেন জোয়াদ্দারের মৃত্য হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট