
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সিএসও ফোরামের আয়োজনে সমাবেশ ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইট টু গ্রো প্রকল্পের গ্লোবাল টিম লিড এবং দি হাঙ্গার প্রজেক্ট নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মারিয়া উইলহেলমিয়া প্রিট্রনিলা। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিএসও ফোরাম সভাপতি পারভীন আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের পরিচালক জমিরুল ইসলাম। রাইট টু গ্রো প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ইসরাত হাসান। এরপর অতিথিরা রাইট টু গ্রো প্রকল্পের বিভিন্ন অংশজনের কার্যক্রমের গ্যালারী প্রদর্শণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সুব্রত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, রফিকুল ইসলাম হোলাল, জহিরুল হক, দি হাঙ্গার প্রজেক্টের নেদারল্যান্ড অফিসের জোহানো ইলিজা, জেথ্রো ক্লিবিউকার, আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, গিয়াসউদ্দীন, প্রদীপ সরকার, সামিউল আলম, শারমিন নাহার ও মাসুদ পারভেজ, সিএসও ফোরামের সদস্য, নারী নেত্রী, ইয়ূথ, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা প্রদান কারি উদ্যোক্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ৫ বছরের নিচের শিশুর মা, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনরা।