
যশোর অফিস : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠকনন্দিত দৈনিক লোকসমাজ গৌরবময় তিন দশক অতিক্রম করে বৃহস্পতিবার পদার্পণ করেছে ৩০তম বর্ষে। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে কারবালা কবরস্থানে প্রতিষ্ঠাতা প্রকাশক, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লোকসমাজ-এর সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম বলেন,“তরিকুল ইসলাম ছিলেন নিঃসঙ্গ এক শেরপা, যিনি মানুষের কথা বলার প্রয়োজনে প্রতিকূল সময়েও পত্রিকাটি চালিয়ে গেছেন।” তিনি আরও বলেন, পত্রিকাটি দীর্ঘ ২৯ বছর বৈরী পরিস্থিতি মোকাবিলা করেও সত্য প্রকাশের ধারা অটুট রেখেছে। জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামের মনন ও জনকল্যাণে তাঁর নিবেদনই লোকসমাজ-এর সাফল্যের ভিত্তি।” প্রকাশক শান্তনু ইসলাম সুমিত পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, প্রেসক্লাব যশোর, বিএনপি, যশোর চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল দোয়া মাহফিল, স্মরণসভা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা। সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে লোকসমাজ পরিবারের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।