1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

নড়াইলে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে চাঁদা দাবির ঘটনায় থানায় অভিযোগ দেয়াতে ক্ষুব্ধ চাঁদাবাজরা ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে কেউ হতাহত না হলেও ভয়ে আতংকে আছেন ব্যবসায়ীর পরিবার। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে আসাদুলের মোবাইলে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। এক ঘণ্টা পর আবার ফোন করে চাঁদা না দিলে বোমা হামলার হুমকি দেয়। পরদিন ২৮অক্টোবর তিনি সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরদিন রাতেই তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর আবার ফোন করে হুমকিদাতা জানায়, ‘তুই বলছিলি যা পারি করতে, দেখছিস পারি কি-না।’ আসাদুল খন্দকার বলেন, ‘চাঁদা না দিলে বোমা মারবে বলে হুমকি দিয়েছিল। থানায় অভিযোগ করার পর পুলিশ কোনো খোঁজ নেয়নি। কিন্তু সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরেছে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট