
ডেস্ক রিপোর্ট : নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “বিশ্বব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত। কিন্তু প্রশাসনিক অব্যবস্থাপনা, বৈষম্য ও পদোন্নতির অনিয়মের কারণে বাংলাদেশে এ খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারেনি।”তিনি আরও বলেন, “নার্সিং প্রশাসনকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা জনস্বার্থবিরোধী। এটি নার্সিং ও মিডওয়াইফারি খাতকে দুর্বল করবে এবং স্বাস্থ্যসেবার মান ক্ষুণ্ন করবে।” বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে যুগোপযোগী ও জনবান্ধব করার লক্ষ্যে প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ অনুমোদনের দাবিও জানানো হয়। তাঁরা আরও দাবি করেন, সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন পদে পদোন্নতি কাঠামো উন্নয়ন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রফেশনাল বিসিএস চালু, নার্সদের বেতন বৈষম্য নিরসন ও ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে। মানববন্ধনে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত নার্সদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করে স্বাস্থ্যখাতের অন্যতম স্তম্ভ এই পেশাকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করবে।