1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

যশোরে দুই নারীর আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে পৃথক দুটি ঘটনায় পারিবারিক কলহের জেরে দুই নারী আত্মহত্যা করেছেন। একটি ঘটনা ঘটেছে কেশবপুরে,অন্যটি সদরের এনায়েতপুর এলাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কেশবপুর পৌরসভার অন্তর সড়ক সাহাপাড়া এলাকায় আঁখি সাহা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলপাড়ে থালাবাসন ধোয়ার সময় স্বামী সঞ্জয় সাহার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আঁখি নিজের শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর স্বামী দরজা ভেঙে দেখতে পান, আঁখি ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে,সদর উপজেলার এনায়েতপুর এলাকায় বুধবার (২৯ অক্টোবর) রাতে পারিবারিক বিরোধের জেরে কীটনাশক পান করেন সাফিয়া বেগম (৬০)। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। পুলিশ জানায়,উভয় ঘটনাই প্রাথমিকভাবে পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। দুটি মৃতদেহই সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট