1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁচড়া রেলগেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ শেখহাটি মসজিদ মোড়ের মোঃ আজিজ মোড়ল (৩০) কে উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ ৩০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। রেলগেট পশ্চিমপাড়া এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ পুরাতন কসবা নিরিবিলি এলাকার নুর ইসলাম (৩৫) কে উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মীম ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ কুলটিয়ার অমল বিশ্বাস (৫৫) এবং একই এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনিরামপুরের পোড়াডাঙ্গার আবুল হোসেন (৫০) কে উপপরিদর্শক শেখ আবুল কাশেমের প্রসিকিউশনে যথাক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ৫ দিনের ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার ৩ দিনের কারাদণ্ড দেন। অভিযান পরিচালনা ও দণ্ড কার্যকর শেষে চার আসামিকে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট