1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

যশোরে যুবলীগের ব্যানার তৈরির সময় আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘আই.এন.বি ডিজিটাল’ নামের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যানার তৈরির সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন প্রতিষ্ঠানের মালিক নাহিদ বিল্লাহ ও আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু প্রশাস মল্লিক। মামলায় আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক পৌর কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন,সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফকে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, ব্যানার তৈরির মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল।” আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট