1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ বাসার শেখ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, আটক বাসার শেখের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। আটককৃত বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের সোহেল মোল্লার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা,মোবাইল ফোন ২০ হাজার টাকা ও নগদ ১ হাজার ৭২০ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট