
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিিিছলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন শেখ রওশন আজাদ, প্রফেসর ইলিয়াস হুসাইন, প্রদীপ বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম সাহেব, মোল্যা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিক আইনজীবী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।