
বিজ্ঞপ্তি : নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গতকাল রবিবার জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম-এর সঞ্চালয় প্রধান অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। বক্তব্য রাখেন জেএসডি নেতা মনিরুল ইসলাম, মাহাতাব উদ্দিন কুদ্দুস আবু বক্কর সিদ্দিক, এলপি গাইন, মোঃ মুসা, আরিফুজ্জামান মন্টু, এমডি শাহিদুল ইসলাম, মোঃ রাইসুল ইসলাম রাফি, মাহিম হোসেন, মোঃ আবির হোসেন ও রিফাত প্রমূখ নেতৃবৃন্দ। নেতারা মুক্তিযুদ্ধের চেতনায়, ২৪’র গণঅভ্যূথানের আকাংখা বাস্তবায়নে অংশিদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে সকলকে এগিয়ে আশার আহবান জানান।