
বিশেষ প্রতিনিধি : চলতি মাসেই নবাগত কাস্টমস কমিশনার ভোমরা কাস্টমস হাউজে যোগদানের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানিয়েছেন, চলতি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কমিশনারের যোগদান প্রায় নিশ্চিত। প্রশাসনিক কর্মকা- শুরু হলে বন্দরের কার্যক্রমে নতুন গতি আসবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা বন্দরে কাস্টমস হাউজের স্বীকৃতি দিয়েছে। এ ঘোষণায় দেশের শীর্ষ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহার করে ব্যবসা পরিচালনায় উৎসাহিত হয়েছেন। সময়, যোগাযোগ সুবিধা, পণ্য পরিবহনে আর্থিক সাশ্রয় ও প্রশাসনিক জটিলতা কমানোর কারণে ব্যবসায়ীরা কমিশনারের যোগদানের অপেক্ষায় রয়েছেন।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনার যোগদানের পর দপ্তর বণ্টনের মাধ্যমে কার্যক্রম কার্যকর হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএস কোডের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে। এতে বন্দর ব্যবহারে সুযোগ বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ ও বাণিজ্যিক গতিশীলতা বেড়ে যাবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক জানিয়েছেন, বন্দরের স্বীকৃতি বাস্তবায়িত হওয়ায় দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে এবং আর্থিক ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পাবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোমরা বন্দর।