
ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। গত ২৬ অক্টোবর দীর্ঘ চিকিৎসার পর মারা যান জুলাই আন্দোলনের সময় গুরুতর আহত গাজী সালাউদ্দিন।
নাহিদ ইসলাম শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের আমরা কখনও ভুলে যেতে পারি না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত। কেবল সাময়িক নয়, দীর্ঘমেয়াদি সহায়তাও নিশ্চিত করতে হবে।
তিনি জানান, দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার। তাদের ত্যাগই আমাদের প্রেরণা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।