
তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে গাবতলা ঈদগাহ মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয় “তারুণ্যের সমাবেশ”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান আনিছ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এরশাদ মিলন, সদস্য সচিব মাসুমবিল্লাহ বাচ্চু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহব্বত হোসেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের দায়িত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার।