
চৌগাছা প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোরের উন্নয়নের রূপকার খ্যাত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌগাছায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৫ বিকাল টায় বিএনপির অস্থায়ী কার্যালয় উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আলীবুদ্দিখান। উপস্থিত ছিলেন জহরুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম ডবলু, এম এ মান্নান , সালাউদ্দিন, মঈন উদ্দিন মঈন, মেহেদী হাসান, আবু বকর সিদ্দিকী, আজগার, জসিম উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।