1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

যশোরে ভবন নির্মাণের অনুমোদনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : পুকুর শ্রেণির জমিতে বাড়ির নকশা (প্লান) অনুমোদনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে যশোর পৌরসভা চত্বরে ‘আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি, যশোর’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। আন্দোলন কমিটির সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জমি ক্রয়ের সময় ‘পুকুর শ্রেণি’ হিসেবে শ্রেণিবিন্যাস থাকা সত্ত্বেও সেখানে ভবন নির্মাণে কোনো সরকারি বাধা ছিল না। অনেকে পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে ভবন নির্মাণও শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পুকুর শ্রেণির জমিতে আর প্লান অনুমোদন দেওয়া সম্ভব নয়। এরপর থেকে জমির মালিকদের সব নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, জমির শ্রেণি সংশোধন ও পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমতি পুনর্বহাল করা না হলে, সরকার যেন এই জমিগুলো অধিগ্রহণ করে নেয়Ñএ দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা বলেন, “আমরা কোনো অবৈধ কিছু চাই না, শুধু আমাদের বৈধ জমিতে ঘর বানানোর অধিকার ফিরিয়ে দিন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট