
যশোর অফিস : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড়ে এক বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে। গৃহবধূ হাবিবা রহমান জানান, ডাকাতি ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর স্বামী শেখ হাবিবুর রহমান ও মাদ্রাসাপড়ুয়া মেয়ে রওহা জান্নাত ছিলেন। রাত আড়াইটার দিকে ঘরের ভেতরে আলো জ্বলতে দেখে তাঁর ঘুম ভাঙে। তখন দেখেন, কয়েকজন মুখোশধারী লোক ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। তিনি জানতে চাইলে তারা নিজেদের ডাকাত বলে পরিচয় দেয় এবং চুপচাপ থাকতে হুমকি দেয়। পরে মা ও মেয়েকে কম্বলের নিচে মুখ ঢেকে শুয়ে থাকতে বাধ্য করে। হাবিবা রহমান বলেন, পাশের ঘরে থাকা তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামীর চোখ, হাত ও পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তছনছ চালিয়ে আলমারি ভেঙে টাকা ও গহনা নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে। ভোর সাড়ে চারটার দিকে তারা চলে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। ঘটনা জানাজানি হলে প্রথমে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যশোরের পুলিশ সুপার রওনক জাহান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আবুল বাশার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এবং ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,“ডাকাতদল বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও গহনা লুটের অভিযোগ পাওয়া গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাটির তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”