
রূপসা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে খুলনা -৪ আসনে সংসদ সদস্য প্রার্থী মনোনীত করায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, পথসভা, লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গন সংযোগ করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেলে আনন্দনগর ছোটজিলে বাজার থেকে শুরু করে মিসিলটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাটাখালের বান্দে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তৃতা করেন এসএমএ মালেক, মোঃ মিকাঈল বিশ্বাস, মহিতোষ ভট্টাচার্য, মফিদুল্লাহ মিঠু, শহিদুল্লা বুলবুল, সাজ্জাদ হোসেন শাকিল, বাবুল লস্কর, মেজবাহ মোল্লা, খালিদ লস্কর, মোঃ রাজা শেখ, টিক্কা শেখ, মোঃ জাহিদুল ইসলাম মিন্টু, খায়ের লস্কর, মোঃ দেলোয়ার হোসেন লস্কর, মিঠু লস্কর, আঃ জলিল লস্কর, কেএম আমিনুল ইসলাম প্রমুখ।