
বিশেষ প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার এলাকায় কাজ শুরু হয়েছে। রাস্তাটিতে খননের কাজ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের যাত্রা সাতক্ষীরা ভেটখালী সড়কের উন্নয়নের ধারা এগিয়ে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সাতক্ষীরায় সুন্দরবন নামে পরিচিত। দীর্ঘ বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় ছিল।সড়কের প্রায় যায়গাই ছিল, ছোটও বড়ধরনের গর্ত।যাহার ফলে যান যোগে চলাচলে যেমন ধাক্কা তেমন ঝনঝন শব্দে সহঃকরতে হতো।
যথাসময়ের কর্মস্থালে পৌঁছাতে ব্যাপক ভাবে হিমসিম খেতে হতো। সড়কের কাজের বিষয় অনেক পথচারীদের সাথে আলাপ কালে বলেন, সড়কের সুন্দর ভাবে কাজ চলছে।চলাচলের উপযোগী হবে এমনই জানিয়েছেন বলে জানা গেছে। সড়কের কাজের কিছু কতৃপক্ষের সাথে আলাপ কালে বলেন, আমরা যথাক্রমে সুন্দর ভাবে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এমনই জানিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সুযোগ্য কর্মদক্ষ জনবান্ধব জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই প্রতিবেদককে বলেন সাতক্ষীরা ,ভেটখালী আঞ্চলিক মহাসড়কের কাজটি যাতে দ্রুত গতিতে হয় সেজন্য আমরা কঠোর বার্তা দিয়েছি ঠিকাদারকে এবং সংশ্লিষ্ট সড়ক অধিদপ্তরকে যে কোন মূল্যে যথাসময়ে কাজ শেষ করার জন্য। তিনি আরো বলেন যথাসময়ে কাজ শেষ না করতে পারলে ঠিকাদারের কাজের মেয়াদ কোনমতেই বাড়ানো যাবে না বলে সাপ জানিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি সাতক্ষীরা ,ভেটখালী, মুন্সিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটিতে ২২ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এই সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে ছিল অনেকে এই বেহাল সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবার কেহ কেহ অঙ্গহানি হয়েছে সে কারণে এই সড়কের কাজটি টেকসই মজবুত যাতে হয় সেটি দেখে নেওয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগকে মিটিং এর মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজের শুরু থেকে সড়ক ও জনপদ বিভাগের লোকজন ঠিকাদারদের কাজের পাশে পাশে রয়েছেন যাতে কোন প্রকার অনিয়ম করতে না পারে। এ ছাড়া তিনি আরো বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটিতে সিডিউলের বাইরে কোন অনিয়ম করার চেষ্টা করলে তাদের টেন্ডার বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এতে কোন সন্দেহ নেই। তিনি এই প্রতিবেদককে আরো বলেন সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি অর্থনৈতিক জেলা এই জেলা থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ মাছ, কাকড়া, সবজি সহ নানা নানা প্রজাতির অর্থনৈতিক সম্পদ আনা নেওয়ার কাজ চলে সে কারণে সড়কটি অনেক আগেই সংস্কার হওয়ার কথা ছিল।