
তালা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নাম ঘোষণার পর থেকেই সরব হয়ে উঠেছে মাঠ। উপজেলায় উপজেলায়, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত শুরু হয়েছে প্রচারণা, কর্মী সভা ও গণসংযোগ। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় সভা ও প্রচারণার মাধ্যমে ক্রমেই শক্তিশালী হচ্ছে বিএনপির অবস্থান। দলীয় সূত্র জানায়, ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফায় নির্বাচিত হয়ে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তালা-কলারোয়ায় বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন। এর মধ্যে রয়েছে পাটকেলঘাটা থানা স্থাপন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীতকরণ, কপোতাক্ষ নদে সেতু নির্মাণ, ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং কলারোয়া খালেদা জিয়া কলেজ ও তালা শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র থাকা অবস্থায়ই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন হাবিবুল ইসলাম হাবিব। তিনি ছিলেন ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি ও ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি, এবং বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি তালা-কলারোয়ার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। জনগণ যদি আবার সুযোগ দেয়, তাদের প্রত্যাশা পূরণই হবে আমার মূল লক্ষ্য। এদিকে দিন যত যাচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার হচ্ছে, সক্রিয় হচ্ছে তৃণমূল। সব মিলিয়ে তালা-কলারোয়া এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এক জনস্রোতের প্রতিচ্ছবি।