1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

দশমিনায় পলিনেট পদ্ধতিতে বেগুন চাষ করে কৃষি উদ্যোক্তাদের সবুজ বিপ্লব

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পলিনেট পদ্ধতিতে উন্নত জাতের বেগুন চাষ করে সফলতা অর্জন করেছে। কৃষি উদ্যোক্তারা বেগুন চাষ করেই খ্যান্ত হয়নি। তারা কৃষি জমিতে নানা জাতের শাকসবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে সবুজ বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে উপজেলায় বিভিন্ন ব্লকে প্রায় ১০ একর জমিতে বেগুন চাষ শুর করেছে। পলিনেট পদ্ধতিতে বেগুন চারা রোপন করা হলে ক্ষতিকর পোকামাকড় ও কীটপতঙ্গ আক্রমন করতে পারে না। জমিতে জৈব সার ব্যবহার করা হলে ব্যাপক ফলন হয়। অত্র অঞ্চলে শীতকাল ছাড়া বেগুন তেমন চাষ কিংবা ফলন ভাল হয় না। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে কৃষকরা বেগুন চাষ করতে উদ্বুদ্ধ হয়। উদ্যোক্তাদের খামারে সারি সারি বাড়ন্ত বেগুন গাছ শোভা পাচ্ছে। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বেগুন বিক্রি করে বাড়তি আয় করতে পারবে। ফসলি জমিতে বাড়ন্ত বেগুন গাছ দেখে এলাকার কৃষকরা রীতিমত আনন্দে আত্নহারা হয়ে গেছে।
উপজেলা ৭টি ইউনিয়নের বিভিন্ন ব্লকে কৃষকদের কৃষি কাজের উপর আগ্রহ বেড়ে যাওয়ায় পলিনেট পদ্ধতিতে শীত শুরুর আগেই বেগুন চাষ করার চিন্তা মাথায় আসে। আবাদি ও অনাবাদি জমিতে শাকসবজিসহ অন্যান্য ফসলের চাষ করতে আগ্রহী হয়ে উঠে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় কৃষকরা বেগুন চাষ করতে শুরু করেন। বেগুন চাষ করতে তেমন জমির প্রয়োজন হয় না। স্বল্প জমিতে উন্নত জাতের বেগুনের চারা রোপন করার পর আগাছা পরিস্কার করলেই হয়। এতে তেমন খরচ হয় না। কৃষি বিভাগের পরামর্শে সে বেগুন চাষ করেছে। চলতি শীত মৌসুমে বেগুনের ব্যাপক ফলন হবে বলে এই কৃষক আশা প্রকাশ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানায়,চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এই বছর উপজেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকরা বেগুনের চাষ করেছে। স্থানীয় চাহিদা মিটাতে কৃষকরা এবার অধিক পরিমান জমিতে বেগুনের চাষ করেছে। বাজারে ব্যাপক চাহিদা থাকা ও দাম বেশী হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা লাভবান হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট