
যশোর প্রতিনিধি : যশোরে পৃথক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ ও যুবলীগ–সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম ঘটনায়, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনোয়ার (৫৫)কে এড়েন্দা গ্রাম থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে। গোপন সংবাদে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপশহরে পার্কিং করা বাসে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় তার ‘ইন্ধন’ থাকতে পারে—এমন ধারণার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফকে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মুন্সী আফসার উদ্দিনের ছেলে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা এবং যুবলীগ-ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এরই ধারাবাহিকতায় যুবলীগের মিছিল–সংক্রান্ত ঘটনায় রিমন হোসেন (২৯) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তিনি ঘোপ জেল রোড এলাকার আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানায়, রিমন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর কবির সুমনের ঘনিষ্ঠ অনুসারী। অজ্ঞাত স্থানে থাকা সুমনের নির্দেশে ১১ নভেম্বর মুখোশ ও হেলমেট পরে কয়েকজন যুবক সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন এবং সেই ভিডিও সুমন তার নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অংশগ্রহণকারীদের শনাক্তে অভিযান চালানো হয় এবং রিমনকে আটক করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন
তিনটি ঘটনায়,তদন্ত ও জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত তথ্য জানানো হবে।