1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

গায়িকা রোজাকে গুলি, হাসপাতালে মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ল্যাতিন সংগীতশিল্পী মারিয়া দে লা রোজা। গত ২২ নভেম্বর নর্থরিজের ব্রায়ান্ট স্ট্রিট এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িতে ছিলেন এই গায়িকা। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গায়িকা রোজা গত ২২ নভেম্বর হামলার ঘটনায় আহত হন। এতে তিনি ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় আনুমানিক ১টা ২৫ মিনিটে নর্থরিজের টাম্পা অ্যাভিনিউয়ের পূর্বে ব্রায়ান্ট স্ট্রিটের কাছে গুলির খবর পায় পুলিশ।
প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা একটি গাড়ির দিকে দুইজন পুরুষ সন্দেহজনকভাবে আসতে থাকেন। তারপর গাড়িতে কয়েকটি গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, এ সময় গায়িকা রোজা গুলিবিদ্ধ হন এবং পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার। বাকি আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট