
ডেস্ক রিপোর্ট : বাগেরহাট জেলার উপকূলীয় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬নভেম্বর) সকালে জাগরণী চক্র ফাউন্ডেশন-এর সৃজন প্রকল্পের উদ্যোগে উপজেলা চত্তর থেকে এ র্যালিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিদিনের জীবনের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও একযোগে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। ক্যাম্পেইনে সুপেয় পানি সুরক্ষায় ৯ দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগিরা।