1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

যশোরে ৪২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়। পরে বাসের মধ্যে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে ঢাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে।
এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় আটক করা হয় প্রাইভেটকার চালককে। সেটি ছিল মাদকের একটি বড় চালান। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশী মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট