
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিশ্বাস ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি নেতা শাহাবুর মোল্লার অভিযোগ, আল-আমিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। আজ পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে সে।
এ ব্যাপারে জাহিদ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে তার সমর্থক ফিরোজ বলেন, ‘এর আগেও শাহাবুরের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। আজও তার নির্দেশনায় এ সংঘর্ষ হয়েছে। শাহাবুর চান এলাকায় সংঘর্ষ বাঁধিয়ে সাধারণ মানুষের জিনিসপত্র লুটপাট করতে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।