1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলার ৪টি আসনে লড়বেন ২০জন প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন মুহাদ্দিস রবিউল বাশার গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বটিয়াঘাটায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ উজিরপুরে সরকারি রাস্তা বন্ধো করেছে প্রভাবশালী মহল, পথচারীদের চরম ভোগান্তি সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী মোংলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বনদস্যুদের তান্ডবে দুশ্চিন্তায় দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা

নড়াইলে সুজন’র নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নড়াইল জেলা শাখা’র সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক।
বিশিষ্ট নাগরিক সমাজ, শিক্ষাবিদ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,সুজন নড়াইল জেলা শাখা’র সহ-সভাপতি এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন,নড়াইল পৌরসভার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, সুজন’র খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো: মাসুদুর রহমান রন্জু, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান লাবু,সহ-সম্পাদক তানজির হোসেন,সুজন’র নড়াইল সদরের সভাপতি এ্যাডভোকেট মো: জাহিদুল আলম ও সাধারণ সম্পাদক তপতী সেন, সমাজ সেবক আকরাম শহীদ চুন্নু প্রমুখ।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন , শুধুমাত্র নির্বাচন কমিশনের ওপর নির্ভর না করে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে হলে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। প্রতিটি দলের মধ্যে গনতন্ত্র থাকতে হবে। বক্তারা গণতান্ত্রিক প্রকিয়াকে মজবুত করার জন্য বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
বক্তারা একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের গুরুত্ব তুলে ধরে সরকারকে তাদের কাজে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেয়া হয়। কেবল নির্বাচনের দিন নয়, বরং দৈনন্দিন জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিতর্কের সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট