
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা সেনহাটি বাজার ক্যাসিয়াই ক্লাব সংলগ্নে নিজ কক্ষে তপন মন্ডল (৫৭) পিতা অমৃত লাল মন্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার সেনহাটি ৭নং ওয়ার্ড মধুসূদন রায় এর বাড়ি ভাড়ায় থাকতেন তপন মন্ডল দীর্ঘদিন হার্টের সমস্যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ধারণা করেছে এলাকাবাসী ও পুলিশ। মৃত্যুর আগে চিঠি লিখে গেছেন তার হত্যার জন্য কেউ দায়ী নয়। দিঘলিয়া ওসি তদন্ত বলেন চিঠি লিখে গেছে প্রশাসন কাউকে হয়রানি না করার জন্য অনুরোধ করে গেছে। তিনি একই বাড়িতে নয় বছর ভাড়া থাকতেন একা তিনার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক নেই বলে জানিয়েছে বাড়ির মালিক। খুলনা লন্ডির দোকানে কর্মচারী ছিলেন তিনি, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে প্রেরান করা হয়েছে।