
ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এ ব্যাপারে তার চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। এই বোর্ড প্রতিদিন সকালে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করছে। পাশাপাশি সময়ের পার্থক্যের কারণে প্রতিদিন সন্ধ্যায় মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম আবারও বৈঠক করে চিকিৎসা অগ্রগতি মূল্যায়ন করছে।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা বেগম খালেদা জিয়া নিয়মিতভাবে গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার যে স্থিতিশীলতা ছিল, আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বয়সজনিত বিষয়ের পাশাপাশি দীর্ঘদিনের জটিল অসুস্থতা এবং অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তাঁর শারীরিক জটিলতা বেড়ে গেছে। এসব কারণেই তাঁকে বেশি সময় সিসিইউতে থাকতে হচ্ছে। তবে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন। পরিবারের সদস্যদের মধ্যে বড় বোনসহ নিকট আত্মীয়রাও নিয়মিতভাবে চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। সিসিইউতে থাকার কারণে তাঁরা সরাসরি পাশে থাকতে না পারলেও হাসপাতাল প্রাঙ্গণ বা বাইরে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদার সেবার প্রশংসা করেন।
তিনি আরও অনুরোধ জানান, কেয়ার হসপিটালে আরও অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসাসেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য সবাইকে সংযম ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন।