1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

কালীগঞ্জের ভোটার হতে আবেদন করলেন রাশেদ খাঁন

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থায়ী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন রাশেদ খাঁন। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ভোটার স্থানান্তর শীর্ষক আবেদন জমা দেন তিনি।
জানা গেছে, রাশেদ খাঁন ঝিনাইদহ সদর পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনী এলাকা সংশ্লিষ্ট ভোটার হওয়ার লক্ষ্যে তিনি কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও কালীগঞ্জ পৌরসভা থেকে সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার দুপুরে মুঠোফোনে রাশেদ খাঁন বলেন, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার জন্য আবেদন করেছি। নির্বাচন কমিশন আমার আবেদন গ্রহণ করেছেন। যেহেতু কালীগঞ্জ থেকেই নির্বাচন করতে যাচ্ছি, তাই এখানকার ভোটার হওয়াকে দায়িত্ববোধের অংশ মনে করছি। কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট