1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনে পুকুরসহ তৈরী করা হয়েছে সাতটি টাইগারটিলা আলফাডাঙ্গায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায় কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল নড়াইল–১ ও নড়াইল–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত

পিয়ন খোরশেদ আলম ২৫ বছর ধরে গিলে খাচ্ছে সাতক্ষীরা পাউবো

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের(১) এর পিয়ন খোরশেদ আলম একই কর্মসংস্থলে ২৫ বছর বহাল তবিয়াতে ‌ চাকরি করছে এর কোন বদলির খতিয়ান কর্তৃপক্ষের হাত পড়ে না। পিয়ন খোরশেদ আলম তার পোস্টেইং শ্যামনগর উপজেলার নওয়াবেকিতে একই জায়গায় আজ ২৫ বছর অতিবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ১০ একর ‌আয়তনের পুকুর খামার বাড়ি একাই দখল করে রেখেছে এবং রাম রাজত্ব কায়েম করছে ‍।‍‍‌‌‍ শুধু তাই নয় তার কুটির জোর ঢাকা পানি ভবন পর্যন্ত। প্রধান প্রকৌশলী থেকে শুরু করে ওয়ার্কেস্টেন পর্যন্ত বদলি নিয়োগে তদবির করে থাকেন এই লাটবাহাদুর খোরশেদ আলম।‌ কারণ পানিভবনের বদলিনিয়োগে যে কর্মকর্তারা থাকেন তাদের সাথে এই লাড বাহাদুর খোরশেদ আলমের ব্যাপক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কারণে এই সমস্ত অফিসাররা আলমের কাছে বদলি নিয়োগের জন্য তদবির করে থাকেন। আর ঢাকায় পানিভবনের যে সমস্ত কর্মকর্তারা বদলি বাণিজ্য করেন তাদের কাছে সরাসরি গেলে এই লাডবাহাদুর খোরশেদ আলমকে নিয়ে আসতে বলে কারণটা কি? তা জানতে চাই এলাকার সুধীমহল থেকে সর্বস্তরের মানুষ। এছাড়া খোরশেদ আলম পিয়ন পদে ‌‌চাকরিও করেন আবার এমার্জেন্সি কাজ সহ পানি উন্নয়ন বোর্ডের সব ধরনের কাজ ঠিকাদারদের ভয় দেখিয়ে কমিশনের চুক্তিতে নিজেই করেন। এছাড়া নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তারা ঠিকাদারদের বলেন স্থানীয় মানুষের চাপের মুখে পড়বেন আপনারা কাজ করতে গেলে সে কারণে আমাদের পিয়ন আলম ‌‌আছে তার সাথে কথাবার্তা বলে তাকেই দিয়ে দেন সময় মত আপনি বিল পেয়ে যাবেন। এভাবেই পিয়ন আলম কুষ্টিয়ার সন্তান হয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন কুষ্টিয়াতে করেছেন আলিশান বাড়ি বিলাসবহুল গাড়ি হয়েছেন শতাধিক বিঘার সম্পত্তির মালিক। পিয়ন ‌লাডবাহাদুর খোরশেদ আলমের দুর্নীতি চিত্রের নমুনা হিসেবে কিছু অংশ নিম্নে উল্লেখ করা হলো,।এমনিতেই সাতক্ষীরা জেলা প্রাকৃতিক দূর্যোগের কাছে বিধ্বস্ত। এমতাবস্থায় পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাউবো’র এক অফিস সহায়কের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তার দাপটে প্রশাসনও দিশেহারা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, এই অফিস সহায়কের নাম খোরশেদ আলম, দপ্তর: সাতক্ষীরা পওর বিভাগ-১একটা সময়ে অফিস সহায়ক কাজ করলেও তিনি এখন একজন পাউবোর কর্মকর্তার মতো । কাগজে কলমে অফিস সহায়ক থাকলেও তবে বাস্তবে তিনি একজন প্রভাবশালী ঠিকাদার। তার ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাতক্ষীরা শ্যামনগর পাউবোর পুরো উন্নয়ন কাজের নিয়ন্ত্রণ এখন খোরশেদ আলমের হাতে। অভিযোগ রয়েছে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজন কর্মকর্তার যোগসাজশে দিনের পর দিন চলছে এই অনিয়ম। পাউবো তে তিনি একত্র আধিপত্য বিস্তার করে রামরাজত্ব কায়েম করে।
সাতক্ষীরার পাউবো-১ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য সরকার কয়েকশত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে জলাবদ্ধতা নিষ্কাশন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য। কিন্তু সরকার এই ডেল্টা প্লানের কাজ বাস্তবায়নে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই অফিস সহায়কের (অদৃশ্য) ঠিকাদার খোরশেদ আলম। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা ও ঠিকাদারী ব্যবসা,সরকারি সম্পদ লুটকারী,নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের কারণে তালগোল পাকিয়ে যাচ্ছে পাউবোর অফিসে।প্রকৌশলীর দুর্নীতি, স্বজনপ্রীতি, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অনিয়মের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড এর বিভাগীয় প্রকৌশলীর আমিনুর স্বেচ্ছাচারিতা ও ঘুষ দুর্নীতির কারণে শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। বেপরোয়া ঘুষ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে জালিয়াত চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রকৌশলীদের আশ্রয়-প্রশ্রয়ে তারা কাউকে পরোয়া করছে না। ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম যথাসময়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। গুরুতর অভিযোগ উঠেছে, সাতক্ষীরা পাউবোর সাবেক ‌নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিনের এবং সাতক্ষীরা শ্যামনগররে উপ- বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার ও পিয়ন ‍ খোরশেদ আলমের বিরুদ্ধে।
বর্তমানে চলমান তার ঠিকাদারি ব্যবসা,সাতক্ষীরা সহ তার নিজের এলাকা কুষ্টিয়া ও ঢাকায় রয়েছে আলিশান গাড়ী,বাড়ি। বিষয়গুলি নিয়ে কোনো অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনান্য ঠিকাদাররা। এবিষয়ে উপ- বিভাগীয় প্রকৌশল ইমরান সরদার জানান,এটা আমাদের বিষয় না আমি এবিষয়ে কিছুই বলতে পারবো না। আর বলতে পারলেও সাংবাদিকদের কাছে আমি ডিপার্টমেন্টের কোন তথ্য দিতে রাজি নহে সে কারণে আমার সঙ্গে কোন সাংবাদিকরা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কোন বিষয় নিয়ে কথা না বলাই ভালো।
নাম প্রকাশে অনিচ্ছুুক এক ঠিকাদার বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি কাজের জন্য টাকা গুনতে হয় প্রথমে ওয়ার্ক অর্ডার নিতে ১০% পরে আবার পানির দরে ‌কাজ বিক্রি করে দিয়ে আসতে হয় পিয়ন আলমের কাছে তার কাছে কাজ বিক্রি না করলে স্থানীয় মানুষ দিয়ে কাজের সাইডে বিভিন্ন বিঘ্ন ‌ঘটায় যার কারণে ঠিকাদার বড় বিপদে পড়ে তাই নিরুপায় হয়ে পিওন আলমের কাছে কাজ বিক্রি করে দিয়ে আসতে হয়। কাজ পিয়ন আলমকে ‍না দিলে নানা হয়রানির শিকার হতে হয়।
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত শতাধিক কোটি টাকার কাজ জরুরী সংস্কারের নামে কোনরকম টেন্ডার ছাড়াই নিজের পছন্দের লোক দিয়ে করানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ঠিকাদারের নাম ব্যবহার করে সংস্কারের কাজ দেখিয়ে বিল তুলে হাতিয়ে নেয়া হয়েছে কোটি কোটি টাকা।
স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার ভুক্তভোগি মানুষ এসব হরিরলুটের বিরোধীতা করলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল খায়ের ছিলেন বহাল তবিয়তে আর আবুল খায়েরর বদলির পর
ইচ্ছেমতো লুটপাটের খবর বিভিন্ন সভা সমাবেশে মিডিয়ায় প্রকাশ পেলেও অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি খোদ পানি উন্নয়ন বোর্ড।
বর্তমানে এলাকার কিছু আওয়ামী লীগের ‌নেতাকর্মী ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে স্থানীয় এক ক্ষমতাশীল সাংবাদিক নেতাকে ম্যানেজ করে টেন্ডার ছাড়া বেড়ীবাধ নির্মাণ কাজে এক এক জন ঠিকাদারের নামে ২০/২৫ টি করে কার্যাদেশ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় উক্ত ঠিকাদারগণ কোন সাইটে কাজ করতে হবে সেটা জানে না ও কাজের সাইটে যেয়ে কাজ বাস্তবায়নও করেনি।
যৎসামান্য কিছু কাজ সাতক্ষীরার শ্যামনগর উপ – বিভাগীয় নির্বাহী প্রকৌশলী অফিসের কর্মচারী পিয়ন ‌খোরশেদ আলম সহযোগিতায় কিছু সাধারণ শ্রমিক দিয়ে দায়সারাভাবে করা হচ্ছে। আর এখান থেকে তুলে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা
খোঁজ নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও কৈখালী ইউনিয়নে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। টেকসই বেড়িবাঁধের অভাবে অতিরিক্ত জোয়ারের পানি ও নদী ভাঙনে এলাকাগুলো প্লাবিত হয়। এতে মারাত্মক ক্ষতি হয় এলাকাবাসীর।
তারপরও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ওই অফিসের একটি সুত্র জানিয়েছেন, পিয়ন ‌খোরশেদ আলমের ইতিমধ্যে তার পরিবার ও আত্মীয় স্বজনদের স্বনামে-বেনামে প্রচুর অবৈধ অর্থ ও সম্পদ হস্তান্তর করেছেন। ঢাকা ও খুলনা সাতক্ষীরা শহরে একাধিক ফ্লাট, বাড়ি ও গাড়ি রয়েছে তার। দুদক সঠিক তদন্ত করলে এসব অবৈধ অর্থ সম্পদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন স্থানীয়রা।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের বলেন, ‘খোরশেদ আলম একজন পিয়ন হলেও তার হাতে জিম্মি এসও, এসডিও সাহেবরা সহ পান উন্নয়ন বোর্ডের উদ্বোতন কর্মকর্তারা। খোরশেদ আগেই জানেন সাতক্ষীরায় কোন ঠিকাদার কাজ পাচ্ছে। এসও, এসডিওরা ঠিকাদারকে বলেন, খোরশেদ আলমের মাধ্যম দিয়ে এলে আমাদের সবাইকে পাবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে খোরশেদ আলমের ওপর বিরক্ত হয়ে তার কার্যক্রম স্থগিত করার জন্য উপজেলা পরিষদে আমরা ইউনিয়ন পরিষদে জনগণের দাবি মুখে রেজুলেশন করেছিলাম এমনকি দুদকে লিখিত অভিযোগ করে ও একাধিক বার নিউজ হলেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়নি পাউবো প্রশাসন। টাকার জোরে বারবার রীতিমতো তার সব অন্যায় ধামাচাপা পড়ে যায়। সাতক্ষীরা বিখ্যাত চিংড়ি, আম ও সুন্দরবনের মধু হরিণের মাংস পাঠিয়ে উপরমহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে ২৫ বছর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড গিলে খাচ্ছে পিয়ন খোরশেদ আলম। তার এই দুর্নীতি এবং একই স্থানে ২৫ বছর চাকরিতে থাকা বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন ব্যবস্থা নিবেন কি এই প্রশ্ন এখন উপকূলীয় অঞ্চলে সর্বস্তরের মানুষের কাছে।
এদিকে খোরশেদ আলমের ১ কর্মস্থলে ২৫ বছর থাকা এবং পাহাড় সমান দুর্নীতির বিষয়টি নিয়ে কথা হয় সাতক্ষীরা সদ্য যোগদানকারী নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের সাথে তিনি উত্তরে এই প্রতিবেদককে ‌জানান আমিতো নতুন এসেছি খবরটি আমার অজানা ছিল আপনার মাধ্যমে যখন জানতে পারলাম বিষয়টি আমি ভালোভাবে যাচাই করে অতি দ্রুতই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করব।
সর্বশেষ এ বিষয়ে কথা হয় পানি উন্নয়ন বোর্ডের কর্ণধর মহাপরিচালক এনায়েতুল্লাহর সাথে তিনি এই প্রতিবেদককে বলেন বাপরে বাপ আমি শুনি অবাক হলাম যে একজন পিয়ন এক জায়গায় ২৫ বছর চাকরিতে আছে এবং বিভিন্ন দুর্নীতি অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন সে চাকরি বাদেও ঠিকাদারদের কাছ থেকে কাজ বাগিয়ে নিয়ে নিজে কাজ করেন এটাও শুনে আমি অবাক হলাম যাচাই করে দেখছি সত্যতা পেলে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে সাতক্ষীরার পিয়ন খোরশেদ আলমের বিরুদ্ধে। তিনি আরো বলেন আমি যোগদান করার পরে অফিশিয়াল ভাবে আমার ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা এ বিষয়টি আমাকে অবহিত করেননি আপনি সাংবাদিক হিসেবে অবহিত করলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট