
ডুমুরিয়া প্রতিনিধি : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী দলিত ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের বোর্ড ফি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদান ও দিক নির্দেশনা সেমিনার
মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন দলিতদের এডুকেশন প্রাগাম ম্যানেজার ধর দেবী দাস,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,সহ দলিতের কর্মকর্তা সহ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৪জন ছাত্র ছাত্রী ২২৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ।
উল্লেখ্য এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি আর্থিক সহায়তা ও দিক-নির্দেশনামূলক সেমিনার আয়োজন করা একটি চমৎকার উদ্যোগ।