
আলতাফ হোসেন অনিক : ফরিদপুরের আলফাডাঙ্গায় উন্নতমানের ব্যাটারি সেবা নিশ্চিতকরণ ও গ্রাহক সখ্যতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডের ফুড ফ্যাক্টরি নামে একটি রেস্টুরেন্টে বাজারের বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর’ এই সভার আয়োজন করেন। নাভানা ব্যাটারীজ লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নাভানা ব্যাটারীজ লিমিটেডের ঢাকা ম্যানেজার তারিকুল ইসলাম, বরিশাল ম্যানেজার মো. শাহাবুদ্দিন ও বরিশালের চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা নাভানা ব্যাটারীর আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব এবং দ্রুততম সময়ের মধ্যে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে উন্নতমানের আইপিএস ব্যাটারির রক্ষণাবেক্ষণ সম্পর্কে গ্রাহকদের কারিগরি পরামর্শ দেন চিফ ইঞ্জিনিয়ার মো. মারুফ হোসেন।
সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন সোহাগ বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছি। মদিনা ব্যাটারী এন্ড আইপিএস ঘর সবসময় চায় মানসম্মত পণ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে। নাভানা ব্যাটারীর এই চমৎকার আয়োজনে অংশ নিয়ে গ্রাহকরা সরাসরি কর্মকর্তাদের সাথে তাদের মতামত বিনিময়ের সুযোগ পেয়েছেন, যা আমাদের আগামীর পথচলাকে আরও সহজ করবে।
Like this:
Like Loading...
Related