1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী! সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

দশমিনায় বস্তায় আদা চাষে ব্যাপক ফলন

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বস্তায় আদা চাষ করে সাফলতা অর্জন করায় কৃষকদের মাঝে বারো মাসই আদা চাষ করতে আগ্রহ প্রকাশ করছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানীর মধ্যে চারা প্রদান করার পর বস্তায় আদার ফলন ভাল হওয়ায় তাদের মাঝে এই পদ্ধতি চাষের আগ্রহ বেড়ে গেছে। উপজেলায় আদা শুধু মশলা নয়,আদা এখন অর্থকরী ফসল হিসাবে কৃষকের কাছে গুরুত্ব পাচ্ছে। উপজেলার বেশ কয়েকটি গ্রাম ভবিষ্যতে মশলা গ্রাম হিসাবে পরিচিতি লাভ করবে।
উপজেলার ৭টি ইউনিয়নে কৃষক-কিষানীদের মাঝে আগ্রহ বাড়াতে বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় বাজারে চাহিদার কথা বিবেচনা করে কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি, উদ্বুদ্ধকরনের মাধ্যমে বস্তা পদ্ধতিতে অতি সহজেই আদা চাষ করার কৌশল শিখিয়ে দেয়া হয়। উপজেলার হাট-বাজারে আদার ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা আদা চাষে আগ্রহী হয়ে উঠেছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উদ্যোক্তা কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়। উপজেলার অনাবাদি জমি,বসতঘরের পরিত্যক্ত জমি ও ছায়াযুক্ত পতিত জমিতে ৩ হাজার ২ শত বস্তায় আদার চাষ করা হয়। কৃষি বিভাগের আশা আগামী বছর এই পদ্ধতিতে উপজেলায় ব্যাপক হারে আদার চাষ বাড়বে।
উপজেলার রণগোপালদী ইউনিয়নের কৃষক শাহ আলম জোমাদ্দার বলেন, বস্তায় আদা চাষ করা খুবই সহজ। সঠিক পরিচর্যার মাধ্যমে যে কোন কৃষক এই পদ্ধতিতে আদা চাষ করতে পারে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান বলেন, আমার খামারে বস্তায় আদার চাষ করেছি। উপজেলা কৃষি অফিস আধুনিক উপায়ে আদা চাষে পরামর্শ, প্রশিক্ষন ও সার্বিক সহযোগিতা করছেন। সাধারনত উপজেলায় বানিজ্যিক ভাবে আদার চাষ তেমন করা হয় না। বর্ষাকালে জমিতে পানি থাকায় আদা চাষ করা সম্ভব নয়। ফলে বারো মাসেই যাতে আদা চাষ করা যায় সেই কৌশল ও প্রশিক্ষন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহযোগিতা প্রদান করছে।
উপজেলার বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা বাজারে চাহিদা ও দামের কথা বিবেচনা করে বসতঘরের পরিত্যক্ত জমি,অনাবাদি ও পতিত জমিতে বস্তায় আদা চাষ করছে। কৃষকরা জানায়,আগে জমিতে আদা চাষ করলে ভাল ফলন হতো না। প্রাকৃতিক দূর্যোগ ও রোগবালাইয়ের কারনে আদা নষ্ট হয়ে যেত। ফলে লাভের চেয়ে লোকসান বেশী হতো। বর্তমানে বস্তায় আদা চাষ করে ভাল ফলন পাওয়া যাবে। এই পদ্ধতিতে আদা চাষ করতে খরচ কম হবে। উপজেলার অন্যান্য কৃষক এই পদ্ধতিতে আদা চাষ করতে আগ্রহী হয়ে উঠবে।
উপজেলা কৃষি অফিসার মো.জাফর আহমেদ বলেন, এই পদ্ধতিতে উপজেলার অনেক কৃষক আদা চাষ করছে। বস্তায় আদা চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ২ শত বস্তায় আদার চাষ করা হয়। উপজেলার বাজারে আদার চাহিদা ও দাম বেশী হওয়ায় কৃষকরা আদা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠবে। উপজেলার অনাবাদি,পরিত্যক্ত ও পতিত জমি খালি না রেখে চাষাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে। উপজেলায় কৃষিতে বিপ্লব ঘটিয়ে আমুল পরিবর্তন আনা সহ নব দিগন্তের সূচনা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট