
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : নতুন বছরের প্রথম দিনেই নড়াইলের কালিয়া উপজেলার বল্যাহাটীতে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। ধারাবাহিক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে নবনির্মিত বল্যাহাটী মক্তব ও পাঞ্জেগানা মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬, বাদ আসর নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মক্তব ও মসজিদের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় এলাকাবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বল্যাহাটী মক্তব এলাকার শিশুদের কোরআন শিক্ষা ও ধর্মীয় নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পাঞ্জেগানা মসজিদ মুসল্লিদের নিয়মিত ইবাদত ও ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
এদিন মাগরিবের নামাজ আদায় শেষে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী আপসহীন নেত্রী, বাংলাদেশের নির্বাচিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া–এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা জানান, মক্তব ও মসজিদের অবশিষ্ট উন্নয়নমূলক কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করা হ
Like this:
Like Loading...
Related