1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী! সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

তালার বালিয়াদহা দেবুতলা পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা দেবুতলা নামক স্থানে অবস্থিত পুরাতন কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। গত দুদিন আগে এক মোটরসাইকেল চালক রাতের আঁধারে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তার পা ভেঙে যায় এবং মোটরসাইকেলটি তছনছ হয়ে যায়। এর ফলে পথচারীরা এই সড়ক দিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উক্ত স্থানে গত কয়েক মাস আগে তালা উপজেলা এলজিইডির অর্থায়নে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু পুরাতন কালভার্টটি ওই স্থানে রেখেই দেওয়া হয়েছে। বর্তমানে সেই পুরাতন কালভার্টটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে দুর্ঘটনা ঘটছে।
বালিয়াদহা ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, উক্ত কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে, কিন্তু দেখার কেউ নেই।
পথচারী আবুল কালাম জানান, বালিয়াদহা থেকে মাদরা পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ইঞ্জিনচালিত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে।
বালিয়াদহা গ্রামের মাঈনউদ্দিন জানান, এই রাস্তার দুপাশে হাজার হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে। ঘেরের মৌসুম শেষ হলে কৃষকরা ওই ঘেরের মধ্যে ধান চাষ করেন। কৃষকরা তাদের বছরের খাবার এই ঘের থেকেই সংগ্রহ করে থাকেন।
এ বিষয়ে তালা উপজেলা এলজিইডি কর্মকর্তা রথীন্দ্রনাথ হালদার জানান, যখন নতুন কালভার্টটি নির্মাণ করা হয়, তখন স্থানীয় জনগণকে বলা হয়েছিল আগে পুরাতন কালভার্টটি ভাঙতে হবে। কিন্তু সাধারণ জনগণ সেটি ভাঙতে না দিয়ে নতুন করে কালভার্ট নির্মাণ করতে বলে। এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। দ্রুত পুরাতন কালভার্টটি সংস্কার না করলে এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে। তাই জেলা প্রশাসককের কাছে তদন্তপূর্বক পুরাতন কালভার্টটি সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত সহজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট