
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া থানাধীন খানপাড়া গ্রামের বাসিন্দা রাসেল কবিরের স্ত্রী রুপা আক্তার (২২) নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজের স্বামী রাসেল কবির দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর–১৫৮৮, তারিখ–৩০ ডিসেম্বর ২০২৫ ইং।
জিডি সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম এলাকার বাসিন্দা মনির বিশ্বাসের কন্যা রুপা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাসেল কবির। দাম্পত্য জীবনে তারা খানপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।
রাসেল কবির পেশাগত কারণে বেশিরভাগ সময় এলাকায় বাইরে অবস্থান করতেন। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রুপা আক্তার পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
দীর্ঘ সময় পার হলেও স্ত্রী ফিরে না আসায় স্বামী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি রুপা আক্তারের বাবার বাড়িতেও জানানো হয়। তবে সেখানেও তার কোনো সন্ধান মেলেনি।
এদিকে, রুপা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেলে উদ্বিগ্ন স্বামী বাধ্য হয়ে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। সম্ভাব্য আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অসহায় স্বামী দিকবিদিক ছুটেও স্ত্রী রুপা আক্তারের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি সকল সহৃদয় মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ যদি ছবিতে প্রদর্শিত এই গৃহবধূর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।যোগাযোগ: ০১৮৯২-৮২৪৩৭৭
Like this:
Like Loading...
Related