
বিজ্ঞপ্তিঃ শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ববোধ ও ধর্মীয় শিক্ষার মানবিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এক মাদ্রাসা পড়ুয়া সন্তান। বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে সে একটি শীতের চাদর উপহার পাঠানোর পাশাপাশি একটি আবেগঘন পত্র লিখেছে। যা ফেসবুকে ভাইরাল হয়েছে।
পত্রে সন্তান তার বাবার শ্রম, ত্যাগ ও সন্তানের দ্বীনি শিক্ষায় অবদানের কথা আন্তরিকভাবে উল্লেখ করে দোয়া কামনা করেছে। বাবার শীতের কষ্ট লাঘবের উদ্দেশ্যে পাঠানো এই চাদরকে সে সন্তানের পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে উল্লেখ করেছে।
পত্রে লেখা হয় প্রিয় বাবা! তোমার ছায়ায় থেকে বুঝতে পারিনি জীবনের বাস্তবতা, অনুভব করিনি কভু গ্রীষ্মের তীব্রতা। বসন্তের হিমেল হাওয়ায় কাটিয়েছি জীবন, হাসিমুখে পূরণ করেছ, আমার চাওয়া না চাওয়া আবদার। রাত-দিনের পালাবদলে তোমার সেই ছোট্ট শিশুটি আজ নওজোয়ান, আর তুমি…….
প্রিয় বাবা! সময়ের দাবি ছিলো আজ আমিও পূরণ করবো তোমার সকল ইচ্ছা। ছায়ার মতো। পাশে থেকে সঙ্গ দেব তোমার। কিন্তু পারিনি বাবা, আজও কিছু করতে।তবে আশা করি ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন আমি তোমায় আগলে রাখবো, যেমনিভাবে তুমি……!তোমার ইচ্ছাগুলোও পূরণ করবো যেমনিভাবে তুমি……..!
আমি আজ নিজেকে শান্তণা দেওয়ার জন্য তোমারই কষ্টার্জিত পয়সা থেকে তোমার জন্য এই ক্ষুদ্র হাদিয়া।-ইতি স্নেহের পুত্র মুতাসিম বিল্লাহ।
মুতাসিম বিল্লাহ আল মাহতির রাজধানী ঢাকার বসিলায় অবস্থিত মাহাদুল বহুসিল ইসলামিয়ার জামায়াতে শরহে জামীর ছাত্র। তার পিতা মাওলানা রায়হান উদ্দিন খুলনার রূপসা উপজেলার মোস্তফা রশিদী সুজা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
Like this:
Like Loading...
Related