
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। সভায় নতুন শনাক্তকৃত প্রতিবন্ধীদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।